আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জুয়ার আসর থেকে ইউপি সদস্য গ্রেফতার

সংবাদচর্চা রিপোর্ট:

জুয়ার আসর থেকে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সিল্টু শেখসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেড়া থানার ওসি সংবাদচর্চা জানান, আসামীদের বিরুদ্ধে মামলা হয়নি। তারা থানায় রয়েছে।  বৃহস্পতিবার সকালে ইউএন’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের শাস্তি দেওয়া হতে পারে । মামলা দিয়ে আসামীদের চালান করে দিলে ১৫০ টাকা জরিমানা দিয়ে জামিন নিয়ে এসে আবার এলাকায় জুয়া খেলা শুরু করবে।

প্রসঙ্গত করোনাভাইরাসে কাপছে বেড়া উপজেলা ।  সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাড়ছে খাদ্য সংকট। দেশের ক্রান্তিলগ্নে  অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ঐ জনপ্রতিনিধি খেলছে জুয়া। উনি কেমন জনপ্রতিনিধি তা হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নবাসীকে ভেবে দেখতে হবে। আর বেড়া উপজেলার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ যেনো থামছে না। এরআগে সরকারী চাল আত্মসাত করার অভিযোগে ঢালার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার পক্ষ নেওয়ায় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিস্কার করা হয়েছে। প্রশাসনকে আরো কঠোর দেখতে চায় বেড়া উপজেলাবাসী। যাতে আর কোনো জনপ্রতিনিধি অন্য করে পার পেয়ে না যায়।