আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সড়ক দূর্ঘটনায় সংবাদচর্চার দুই সাংবাদিক আহত

সংবাদচর্চা রিপোর্টঃ  

ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক  দূর্ঘটনায় দৈনিক সংবাদচর্চা পত্রিকার দুই সাংবাদিক আহত হয়েছেন।এরা হলেন বিশেষ প্রতিবেদক সৈয়দ মোঃ রিফাত ও  শহর প্রতিবেদক সাইফুল সুমন।

সোমবার ২৭ এপ্রিল রাত ১০টায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার সময় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারালে দুইজন দুই দিকে ছিটকে সড়কে পড়ে যায়।পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে বিশ্রামে আছেন তারা ।

দূর্ঘটনায় আহত সৈয়দ মোঃ রিফাত জানান, বর্তমান শহর লকডাউন পরিস্থিতিতে থাকায় বিভিন্ন কাজে নিয়জিত ট্রাক-পিকাপগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলাফেরা করে।এর ফলে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় একটি  ট্রাক দ্রুত গতিতে আসলে আমাদের মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দূর্ঘটনা ঘটে।সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে পারি।

 

এসএম/এসএম