আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম বারের মতো আড়াইহাজারে করোনা রোগী ভর্তি

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রথম বারের মতো দুই জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা তাদের ভর্তি করান। এরা হলেন, উপজেলার বিশনন্দী ইউনিয়নের দড়ি বিশনন্দী গ্রামের হানিফের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫) ও ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬)।

ডা: সায়মা আফরোজ ইভা সংবাদচর্চাকে জানান  , তারা দুইজন প্রথমে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সেখান থেকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আগের চেয়ে তারা দুইজন এখন সুস্থ আছে।

তিনি আরো জানান, আড়াইহাজারে এখন পর্যন্ত মোট ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে । এদের মধ্যে ২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বাকী ১১ জনের মধ্যে দুই জন আড়াইহাজার হাসপাতালে ভর্তি এবং বাকী ৯ জন তাদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের সকলের অবস্থা উন্নতির দিকে।