আজ শুক্রবার, ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-না.গঞ্জ পুরাতন সড়কে শ্রমিকদের অবরোধ

সংবাদচর্চা রিপোর্ট:

ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আমেনা গার্মেন্টের শ্রমিকেরা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর একটা পর্যন্ত মাসদাইর গাবতলী অংশে শ্রমিক ছাঁটাই না করার দাবিতে এই বিক্ষোভ করে বিক্ষুব্ধরা।

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে প্রায় দুই ঘণ্টার মত যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থি হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে আলোচনা শেষে পরিস্থিতি শান্ত করে। পরে দুপুর একটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।