নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্বরত নার্সদের আবাসন ব্যবস্থা করা হয়েছে। এ হাসপাতালের কাছেই নারায়ণগঞ্জ বার একাডেমিতে স্কুলে ৬০ জন নার্স ও ৪০ জন নার্স থাকতে পারবে। বিকেলে নারায়ণগঞ্জ- ৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান বার একাডেমিতে স্কুল পরির্দশন করেন।
জানা যায়, নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতাল করোনা চিকিৎসা কেন্দ্র ঘোষণার পর চিকিৎসক ও নার্সদের বাসস্থানের সমস্যা দেখা দেয়। পরে সাংসদের মাধ্যস্থতায় নারায়ণগঞ্জ ক্লাবে চিকিৎসক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের ডাক বাংলার তিনটি কক্ষে নার্সদের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে কক্ষ সংকট থাকায় নারায়ণগঞ্জ বার একাডেমিতে স্কুলে নার্স ও বাদ্রারদের জন্য ব্যবস্থা করেন সাংসদ সেলিম ওসমান। নার্সদের জন্য উন্নতমানের থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান জানান, করোনা চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসদের থাকার ব্যবস্থা নারায়ণগঞ্জ ক্লাবে আগেই করা হয়েছে। আমরা নার্সদের নিয়ে চিন্তিত ছিলাম। সেই সমস্যাটাও দূর করা হলো। এখানে নার্স ও ব্রাদার মিলিয়ে ৬০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। ২০ জন ভলেন্টিয়ার তাদের কাজ করবেন। এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য ৮ টি গাড়ির ব্যবস্থা করা হচ্ছে বলে জানান এমপি সেলিম ওসমান।