আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আল কোরআন/আল হাদিস

আল কোরআন
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৬০. তোমরা কাফেরদের মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও সদা সজ্জিত অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যা দ্বারা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুদেরকে ভীত-সন্ত্রস্ত করবে, এছাড়া অন্যান্য- দেরকেও, যাদেরকে তোমরা জান না, কিন্তু আল্লাহ জানেন। আর তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় কর, তার প্রতিদান তোমাদেরকে পুরোপুরি প্রদান করা হবে, তোমাদের প্রতি (কম দিয়ে) অত্যাচার করা হবে না।

আল হাদিস
রক্তসহ বিনা গোসলে ও জানাযায় শহীদদের দাফন
জাবের ইবনে আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন: “ওহুদ যুদ্ধের দু’দুজন শহীদকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একই কাপড়ে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করতেন তাদের মধ্যে কোন জন কুরআনের বেশী হাফেয, দু’জনের মধ্যে যার দিকে ইশারা করে বলে দেয়া হলো, প্রথমে তাকেই কবরে নামানো হলো। এরপর তিনি বললেন: ‘এদের জন্য আমি কেয়ামতের দিন সাক্ষী হব’। তারপর তিনি রক্তসহ বিনা গোসলেই তাদেরকে দাফন করার নির্দেশ দিলেন। তাদেরকে গোসলও দেয়া হলো না এবং জানাযার সালাতও আদায় করা হলো না।”
[বুখারী: ১৩৪৩]