সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ ছাপিয়ে সারাদেশ। সেখান থেকে এবার বর্হিবিশ্বেও আলোচনা হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে নিয়ে। সর্বত্রই প্রশংসা কুড়াচ্ছেন তিনি। তার কাজের প্রশংসা করেছেন নেদারল্যান্ডসের সাবেক এক সংসদ সদস্য। জোরাম ভ্যান ক্লাভেরে নামের ওই পার্লামেন্ট সদস্য তার ভেরিফাইড ফেইসবুক পেইজে করোনা সঙ্কটকালে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের মানবিক কাজের চিত্র তুলে ধরেছেন।
জোরাম ভ্যান ক্লাভেরে বলেন, এই ছবিগুলি বাংলাদেশ থেকে তোলা হয়েছে যেখানে হিন্দু কোভিড ১৯ সংক্রামিত এক লোক মারা গিয়েছিলেন তবে তার সম্প্রদায়ের কিংবা পরিবারের কেউই তার সৎকারের কাজে এগিয়ে আসেনি। একদল মুসলমান তাঁর সবকাজে আনুষ্ঠানিকভাবে অংশ নিয়ে তা সম্পন্ন করেছিলেন। এটি ইসলামের সম্প্রীতি ও শিক্ষার সত্য লক্ষণ, কিছুদিন আগে আমি ভারত থেকে অনুরূপ সংবাদ পড়েছি।
এই বাংলাদেশ সম্পর্কে আমি বেশি কিছু জানি না। আমি শুধু জানি এটি ১৬৫ মিলিয়ন মানুষের একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং তারা এত ধনী নয় তবে তাদের হৃদয় সমুদ্রের মতো, যারা রোহিঙ্গা শরণার্থীদেরকেও আশ্রয় দিয়েছিলেন। আমি এই দেশ এবং এর জনগণকে সালাম জানাতে চাই। ভারত কি তাদের কাছ থেকে কিছু শিখবে! সর্বদা নিরাপদ থাকুন
গণমাধ্যম সূত্রে জানা যায়, ১৯৭৯ সালে জন্ম নেয়া ডাচ্ এই রাজনীতিক ও পার্লামেন্টরিয়ান ২০১০ সালে নিজের দল পিপলস পার্টি ফর ফ্রিডম এন্ড ডেমোক্রেসি থেকে পার্লামেন্ট সদস্য মনোনীত হন। পরে রাজনৈতিক দর্শনের বিরোধে তিনি দল ত্যাগ নিজেই ( ভিএনএল ) নামে রক্ষণশীল একটি দল গঠন করেন। একসময় ঘোর ইসলামবিরোধী বক্তা হিসেবে পরিচিত এই ডাচ্ পার্লামেন্টরিয়ান ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন তিনি মোহাম্মদ আব্দুল্লাহ নামে পরিচিত।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল নিজ ওয়ার্ড জামতলায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যুর পরে ভয়ে আত্মীয় স্বজনরা কেউ এগিয়ে আসেনি। ওই ব্যক্তির লাশ দাফন দিয়ে শুরু হয় মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের লাশ দাফন কার্যক্রম। ২২ এপ্রিল পর্যন্ত তিনি হিন্দু মুসলমান মিলিয়ে প্রায় ২২ জনের দাফন ও সৎকার সম্পন্ন করেন।
এসএমআর