পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০.০০ টা ইন্দুরকানী উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান কৃষি কর্মকর্তা শেখ তৌহিদ্দিন ভুইয়া, নির্বাচন অফিসার রোকনুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একে এম আবুল খায়ের, প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, ইন্দুরকানী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান শিকদার, যগ্ন সম্পাদক মাওঃ গিয়াস উদ্দিন সেলিম,উপজেলা যুবলীগ সভাপতি মাষ্টার আব্দুর রাজ্জাক, এম উই মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম খান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীনেতা সাইদুর রহমান সাইদ, মাহবুবুল আলম ফকির, মাওলানা শাহআলম, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার প্রমুখ।
বক্তারা তাদের আলোচনায় তথ্য প্রযুক্তির নানা সুবিধার কথা তুলে ধরেন। বাংলাদেশে প্রথম ২০১২সালে ভোলায় জেলার একটি ইউনিয়ানে তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়। সেই ধারাবাহিকতায় ২০১৩ সালের ৩১ মার্চ বাংলাদেশে তথ্য প্রযুক্তি অধিদপ্তর প্রতিষ্ঠাহয়। আজ এই ছোট উপজেলায় ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩০ টিতে মালটি মিডিয়া ক্লাস রুম দিয়ে চলছে। আজ ডিজিটাল বাংলাদেশ পথ চলা অনেক দুর এগিয়ে। আমরা ১ মিনিটের ভিতর সারা বিশে^র খবরা খবর জানতে পারি। তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা সবাই যদি সঠিক ভাবে তথ্য প্রযুক্তির ব্যাবহার করতে পারি তবে আমরাও পৌছে যাব উন্নয়নের চরম শিখরে। আলোচনা সভাটি সঞ্চালন করেন উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা চন্দন রায়।