আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নমুনা সংগ্রহ করছে নাসিক

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। রোগী বাড়লেও করোনা ভাইরাস প্রতিরোধে  পিছিয়ে নেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর নির্দেশে গঠন করা হয়েছে মেডিকেল টিম। মেডিকেল টিমের সদস্যরা করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছে। তারা খবর পেলেই করোনা সন্দেহ রোগীর পাশে দাঁড়াচ্ছে। নাসিক এলাকার কোনো মানুষ  চিকিৎসা অবহেলায় মারা না যায় সেই লক্ষ্যে কাজ করছে মেডিকেল টিম। এছাড়া তালিকা দেখে নাসিকের প্রত্যেকটা ওয়ার্ডে  খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে। এ কাজে তদারকি করছে মেয়র  এবং কাউন্সিলরবৃন্দ।