সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া কর্মহীন , দুস্থ ১১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী। শনিবার নিজস্ব তহবিল থেকে রূপগঞ্জ ইউনিয়নের হারিন্দা, সুরিয়াব, জাঙ্গীর, রূপগঞ্জ গ্রামসহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে তিনি খাদ্য সামগ্রী পৌছে দেন। এর আগে তিনি টানা ২০ দিন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ,ডাল, তেল,লবণ ,সাবান, আলু। এসময় রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী ভান্ডারী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন , মুরাদ হাসান উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৯ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে রূপগঞ্জের ৩ জন নারী। সারা রূপগঞ্জ লকডাউন করা হয়েছে।