আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভুলতায় ছাত্রলীগের খাদ্য বিতরণ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া কর্মহীন ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগ। শনিবার ভুলতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বান্ডাব এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত ,ছাত্রলীগ নেতা সাগর , নাজমুল প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল ,আলু, লবণ, তেল , সাবান। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।

প্রসঙ্গত, শেষ খবর পাওয়া পর্যন্ত নারায়ণগঞ্জে মোট ৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের ৩ জন নারী রয়েছে। জেলায় মারা গেছে ৯ জন। রূপগঞ্জসহ নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করা হয়েছে।