আজ বুধবার, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিসির করোনা রিপোর্ট নেগেটিভ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের করোনা ভাইরাস পরীক্ষার  ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তিনি করোনা আক্রান্ত নন। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। এর আগে কিছুটা শারীরিক অসুস্থতা দেখা দিলে তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার গণমাধ্যমে ফলাফল প্রকাশ হয়েছে।

প্রসঙ্গত নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (জেলা করোনা ফোকাল পার্সন) ডা.জাহিদুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস প্রতিরোধে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন , সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ,পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে কাজ করেছেন। নারায়ণগঞ্জে সর্বমোট ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় ৭ জন মারা গেছে।