সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে ত্রাণের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে মানববন্ধন ও সদর উপজেলা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে অর্ধশতাধিক মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে ডিসি অফিসে ও দুপুরে সদর উপজেলা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
মানববন্ধনকারীরা অভিযোগ করেন, কর্মহীনদের কাছ থেকে ত্রাণের কথা বলে সরকারি তালিকায় নাম লিখালেও এবং তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে তাদেরকে ত্রাণ দেয়া হয়নি। এখনও পর্যন্ত কোন খাদ্য সামগ্রী পায়নি তারা। এছাড়া সরকারি বিভিন্ন নাম্বারে খাবার না পেলে বা খাবার না থাকলে তাদেরকে কল দিতে বলা হলেও এসব নাম্বারে ফোন করেও খাদ্য সামগ্রী পাওয়া আশ্বাস পাওয়া যায়নি। চরম খাদ্য সংকটে রয়েছে ঐ এলাকার মানুষ।