আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহরে র‌্যাবের মহড়া

করোনা প্রতিরোধে নারায়ণগঞ্জ শহরে শনিবার মহড়া দিয়েছে র‌্যাব-১১। এসময় উপস্থিত ছিলেন র‍্যাব ১১ এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার রেজাউল হক, র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন , র‌্যাব-১১ সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এক বিজ্ঞপ্তি র‌্যাব জানিয়েছে  বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকার ধারণ করায় এবং করোনা ভাইরাস জনিত সংক্রামক রোগ কোভিড-১৯ এর বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তারের ফলে সাধারণ মানুষের মনে আতঙ্ক ও ভয়ভীতির সৃষ্টি হচ্ছে। এই করোনা ভাইরাস সম্পর্কে ভয়ভীতি ও আতঙ্ক রোধে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যাব-১১ নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। দৈনন্দিন অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি র‌্যাব-১১ কর্তৃক করোনা ভাইরাস প্রতিকারের লক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় জনসমাগম স্থানে হ্যান্ড ওয়াশিং পয়েন্ট স্থাপনসহ করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন লাগানো এবং নিয়মিত মাইকিং এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে  । এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ হতে  ৩ এপ্রিল পর্যন্ত র‌্যাব-১১  সর্বমোট ৮ টি সফল অভিযানে মোট ৯৫৪০ পিস ইয়াবা, ৪০ কেজি গাঁজা, ১০০ ক্যান বিয়ার, ১৫০০ কেজি অ্যালকোহল, ১৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার, ১২৫০ টি বিভিন্ন ব্যান্ডের লেবেল, ০১টি ট্রাক, ০১টি পিকআপ, ০১টি মাইক্রোবাস, ০৪টি মোবাইল, ০৫টি সিম, নগদ ১২৩৭০/-টাকা এবং ০১ জন অপহৃত ভিকটিম উদ্ধারসহ ০৭ জন মাদক ব্যবসায়ী ও ০৩জন চাঞ্চল্যকর ধর্ষনকারীসহ মোট ১০ জন আসমীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়।

করোনা ভাইরাস প্রতিকারের লক্ষ্যে জনসমাগম প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।