সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এসএসসি পরীক্ষার ফরম পূরন করতে না পারায় মোসাঃ আমেনা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে পৌরসভার কৃষ্ণপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত স্কুল ছাত্রীর বাবা বাবর আলী জানান,উপজেলার সোনারগাঁও জি আর ইনিষ্টিউশন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থী আমেনা আক্তার মূল্যায়ন পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হয়।
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার বিষয়টি তার পরিবারকে না জানিয়ে নিজে নিজে ফরম পূরনের জন্য স্কুলের অধ্যক্ষ সুলতান মিয়ার কাছে গিয়ে ধারস্থ হয়েছিলেন।রোববার ফরম পূরনের শেষ দিন ছিল। আমেনা ফরম পূরন করতে না পারায় ক্ষোভে ও লোকলজ্জায় রাতে ঘরের আড়ার সঙ্গে দড়ি প্যাঁচিয়েগলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে সোনারগাঁও জিআর ইনিষ্টিউশনের অধ্যক্ষ সুলতান মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন ১১ পত্রের মধ্যে যারা ৫ পত্রে অকৃতকার্য হয়েছে তাদেরকেও ফরম পূরনের সুযোগ দিয়েছি,গত ১৮ নবেম্বর ছিল ফরম পূরনের শেষ দিন।এতোদিন পর আমেনার আত্মহত্যায় তিনি দুঃখ প্রকাশ করেন।