সোনারগাঁ প্রতিনিধি : নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার নয়াপুরে কনফিডেন্ট সিমেন্ট কারখানায় সোমবার বিকেলে ক্রেন ছিড়ে লোহায় চাপা পড়ে বাদশা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।এঘটনায় মামলা দায়েরের প্রস্তিতি চলছে।
পুলিশ ও শ্রমিক সুত্রে জানায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় অবস্থিত কনফিডেন্ট গ্রুপের কারখানায় বাদশা নামের শ্রমিক বিকেল চারটার দিকে ট্রাকে সিমেন্টের বৈদ্যুতিক খুটি উঠাচ্ছিল। এসময় ক্রেনের তার ছিড়ে লোহায় চাপা পড়ে।ঘটনাস্থলেই শ্রমিক বাদশা মিয়া নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শ্রমিক বাদশা মিয়া সাদিপুর ইউনিয়নের নানাখি গ্রামের তাইজদ্দিনের ছেলে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম বলেন, নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের জন্য যোগাযোগ করেছেন।