সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাস প্রতিরোধে রূপগঞ্জের সব সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকারের সেই নিষেধাজ্ঞা মানছে না কিছু অসাধু ব্যবসায়ী। তারা হাট চালু রাখার চেষ্টা করছে। মঙ্গলবার গাউছিয়া মার্কেট, গোলাকান্দাইল হাটসহ রূপগঞ্জের বিভিন্ন হাটে টহল দিয়েছে সেনাবাহিনী। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত ছিলেন। এর আগে কাঞ্চনে করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দেওয়া খাদ্য সামগ্রী বিতরণ করে প্রশাসন।
তাছাড়া জনসমাগম এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা প্রচার অভিযান চালাচ্ছে। বিদেশ ফেরতদের আইন ভঙ্গের শাস্তি সম্পর্কে অবহিত করা হচ্ছে। বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে । হোম কোয়ারেন্টাইন কার্যক্রম যথাযথভাবে চলছে। নারায়ণগঞ্জ জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ জন। তার মধ্যে আরোগ্য লাভকারী ২ জন। উপজেলা প্রশাসনের ত্রাণ সহাতায় কার্যক্রম চলমান রয়েছে। রূপগঞ্জে এখনো করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়নি।