আজ বৃহস্পতিবার, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাব পৌরসভায় স্প্রে মেশিন-জীবাণুনাশক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নির্দেশে করোনা দুর্যোগ প্রতিরোধে পৌরসভার সকল ওয়ার্ডে স্প্রে মেশিন-জীবানুনাশক ঔষধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তারাব পৌরসভা কার্যালয়ে এ স্প্রে মেশিন-জীবানুনাশক বিতরণ করা হয়। করোনা প্রতিরোধ সামগ্রী গ্রহণ করেন কাউন্সিলরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন  তারাব পৌর সভার কাউন্সিলর রাসেল শিকদার,নজরুল ইসলাম মফিজ, হামিদুল্লাহ আশরাফুল ইসলাম প্রমুখ।

এদিকে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে মাস্ক, গেঞ্জি ও সাবান বিতরন করা হয়েছে। তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলরদের করোনা প্রতিরোধে জীবাণুনাশক ঔষুধ যথাযথ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

মেয়র পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, যাদের সর্দি কাশি জ্বর আছে তারা কেউ বাসা থেকে বের হবেন না। সবাই ঘরে থাকুন।  বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১৪দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এই ভাইরাস বেশিদিন থাকে না। বেশিরভাগেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার রাখতে হবে। বেশী করে পানি পান করতে হবে। সবাই সরকারী নির্দেশ মেনে চলুন। করোনা প্রতিরোধে তারাব পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ,পরিচ্ছন্ন কর্মীরা কাজ করে যাচ্ছে।