আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীতে দোকান পুড়ে ছাই

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ডে সফিউল্লাহ কমিশনার মার্কেটে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল ১০টা অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে মা টেলিকমসহ ৪টি দোকানে পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে ডেমরা সারুলিয়া থেকে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বড় ধরণের ক্ষয়ক্ষতি হয় নি।

এব্যাপারে ডেমরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এস এস আব্দুল মান্নান জানান, রূপসী বাসস্ট্যান্ড এলাকায় একটি মার্কেটের ৪ টি দোকান আগুনে পুড়ে গেছে। দোকানগুলো ছিলো বিকাশ ,সেলুন , কসমেটিক্সের। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। এতে ২লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।