আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাছিনা গাজীর নির্দেশে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ

রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর নির্দেশে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর এলাকায় স্থাপন করা হয়েছে পানির বেসিন। বুধবার ( ২৫ মার্চ) তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ডে মেয়র হাছিনা গাজীর নির্দেশে জনসাধার‌নের মা‌ঝে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছেন স্থানীয় কাউন্সিলর  বিএম আতিক‌ুর রহমান আতিক। তিনি ৯নং ওয়া‌র্ডের বরাব, রসুলপুর, যাত্রামুড়া, দী‌ঘিবরাব, এখলাছনগর, পবনকুল, মুগরাকুল, কামালনগর, টাটকী এলাকায় জনসাধার‌নের মা‌ঝে এ মাস্ক, সাবান বিতরণ করেন । এ সময় তারাব পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি মোলজার হো‌সেন, সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান, আওয়ামীলীগ নেতা এনামুল হক রতন, স্বেচ্ছা‌সেবকলীগ নেতা খান আমিনসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।