আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি না করার নির্দেশ

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে । গতকাল দুইটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে কোনো মামলা এবং জরিমানা হয় নাই।  বিদেশ থেকে আসা ব্যক্তিকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি না করার নির্দেশ দেয়া হয়েছে। যারা বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে  আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন বলেন, উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি পরিদর্শন করা হয় এবং বাজার মনিটরিং করা হয় কিন্তু কোনো জরিমানা করা হয়নি।

এদিকে আড়াইহাজার উপজেলার বিভিন্ন গ্রামে মোট ৭শ ৭৫ জন বিদেশ ফেরত রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারী থেকে ১৮ মার্চ পর্যন্ত এই সকল লোক বিদেশ থেকে দেশে ফিরে এসেছে। বিদেশ ফেরতদের মধ্যে মালয়েশিয়া, সৌদি আরব, ইতালি, কাতার, দুবাই এর লোক বেশী। প্রতিটি গ্রামে লোক পাঠিয়ে এদের খবর নিচ্ছে প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা জানান, বিদেশ ফেরতদের মধ্যে উপজেলার বিভিন্ন গ্রামের ৩৮ জন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।