মাজহারুল ইসলামঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের সদস্যরা আড়াইহাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চারটি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পথ নাটিকার অভিনয় করেন।দেশ বিদেশে মানব পাচার প্রতিরোধে মানুষকে সচেতন করার জন্য গত দুই’দিনে আড়াইহাজার উপজেলার উচিৎপুরা, হাইজাদী,মাহমুদপুর ও বিষনন্দি ইউনিয়ন পরিষদ ভবনের সামনে“অনিয়ম”নামের পথ নাটিকার আয়োজন ।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের উদ্যেগে এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা(আই ও এম এ)এর সহযোগিতায় মানব পাচার প্রতিরোধে পথ নাটিকা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মাসুম বিল্লাহ প্রমূখ ।
অনিয়ম নাটিকায় অভিনয় করেছেন আমিনুল হক,ওকাপের ছোবহান আলী,রুনা ইসলাম, মাসুদা আক্তার, রাশিদা আক্তার,লুৎফা বেগম,সুপ্রিয়া শাহনেওয়াজ,রথিন্দ্র কোচ, বায়েজিদ আলম,শাহ জালাল, বশির আহমেদ,সুমন মিয়া, তাছলিমা,রেহানা,ফারাবি, তন্ময়,সামিয়া,আয়মান,মুনাসহ বিভিন্ন সাংস্কৃতিক দলের সদস্যরা।নাটিকায় মানব পাচার বন্ধে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।নাটিকার শিক্ষনিয় বিষয় ছিল ‘অনিয়মের ঝুকি নয়, নিয়মকেই বেছে নিন’।