নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার সকল সদস্য বৃন্দ। মঙ্গলবার সকালে রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া মার্কেট ও গোলাকান্দাইল এলাকায় চালক, হেলপার ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন । এর আগে গত সোমবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন, কায়েতপারা ইউনিয়নে প্রত্যেক জনগণের মধ্যে মাইকিং ও লিফ্টলেট বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রূপগঞ্জ আঞ্চলিক শাখার জেনারেল সেক্রেটারি মোঃ সুমন মাস্টার, ভুলতা পুঁলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, নির্বাহী সভাপতি ডাঃ মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কর আবু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, অর্থ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন (জয়), প্রচার সম্পাদক কামাল হোসেন ও কার্যকরী সদস্য বিউটি আক্তার। জেনারেল সেক্রেটারি মোঃ সুমন মাস্টার বলেন, “আতঙ্ক নয় প্রয়োজন সচেতনতা ” কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধোবেন, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলুন। প্রচুর পরিমাণে ফলের রস ও বেশি বেশি পানি পান করুন।
এসময় নির্বাহী সভাপতি ডাঃ মীর মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, সবাই ঘর থেকে বের হলে মাস্ক পড়ে বের হবেন। আর বাহির থেকে এসে সাবান বা হেক্সিসল, সেভলন দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় ভালো ভাবে হাত ধুয়ে নিবেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তাহলে আমাদের শরীরে কোনো রোগ প্রবেশ করতে পারবে না।