আড়াইহাজারে সোমবার দুপুরে এক প্রবাসী যুবক কোয়ারেন্টিন না মানায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। তিনি স্থানীয় নয়নাবাদ এলাকার আব্দুল খালেকের ছেলে। সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় তাকে জরিমানা করা হয়। আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি তিনি বিদেশ থেকে বাড়ি ফিরেছেন। তবে তাকে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। তিনি তা অমান্য করে ঘুরাঘুরি করতে ছিলেন।