আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির করোনা বিষয়ক সভা

বন্দর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে করোনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ (রোববার) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভুমি) আফিফা খান, বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ইনর্চাজ ডাঃ মোহাম্মদ আ:কাদের।
সভায় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নূরুল আমিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফারুক আহমেদ, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, বন্দর উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান, সমাজ সেবা কর্মকর্তা মোক্তার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সাইবুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার লিপি আক্তার, সমবায় কর্মকর্তা মেহেরুন নাহার মিলি, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ শাহ আলম, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, সদস্য সাংবাদিক জিএম সুমন, মেহেদী হাসান রিপন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল লতিফ, বন্দর ইউনিয়ন পরিষদের সচিব শওকত হোসেন সৈকত, ধামগড় ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হাসান প্রমুখ।
সভা শেষে সরকারী কর্মকর্তা কর্মচারীদের মাঝে মাস্ক, হ্যান্ড গ্ল্যাভস, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। করোনা সংক্রামনের কবল থেকে মুক্তি পাওয়ার জন্য উপজেলা চত্বরে ৫টি স্থানে হাত হাত ধোয়ার মেশিন স্থাপন করা হয়।