সাংসদ পুত্র অয়ন ওসমানের নির্দেশনায় ফতুল্লার ইসদাইরে এলাকার সকলের মাঝে নোভেল করোনা ভাইরাসের সতর্কতা ও করণীয়সূচক প্রচারপত্র বিতরণ করে স্থানীয় তরুণ ও মহানগর ছাত্রলীগ।
স্থানীয়দের বাড়িতে বাড়িতে গিয়ে সকলকে করোনা ভাইরাস এবং এর থেকে নিরাপদে থাকার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।
দেশব্যাপী ভাইরাস নিয়ে যে আতঙ্ক তৈরী হয়েছে তা নিরসন করতে সকলকে ভাইরাস সচেতন করতে হবে বলেই এই প্রচারে তারা মাঠে নেমেছেন।
ভাইরাস সম্পর্কে সচেতন হলেই মানুষের মধ্যে এই আতঙ্ক কমে আসবে।
ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন – আমাদের সকলের মাঝে করোনা ভাইরাস নিয়ে কিছু ভুল ধারণা তৈরী হয়েছে,অনেকে মনে করছেন এই ভাইরাস মানেই মৃত্যু।আমরা সঠিক তথ্য না জেনে কারো সাধারণ জ্বর/কাঁশি হলেই তাকে ভাইরাসে আক্রান্ত বলে ধরে নিচ্ছি। আমরা আসলে ভাইরাসটা সম্পর্কে কোন তথ্য না নিয়েই ছুটছি থানকুনি পাতা বা পড়াপানির পেছনে,তরুণদের এমন উদ্যোগ সকলের উপকারে আসবে বলে মনে করে তাদের কাজের প্রশংসা করেন।
সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত পুরো ইসদাইর জুড়ে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
তারা বলেন প্রতিটি এলাকায় এমন প্রচারণা চালালে সবাই সচেতন হবে এবং সবাই সচেতন হয়ে কাজকর্ম করলে শুধু নারায়ণগঞ্জে নয় পুরো বাংলাদেশ থেকে এই আতঙ্ক ও ভাইরাস দুটোই বিদায় নেবে।
এই প্রচারণায় প্রধান ভূমিকায় ছিলেন স্থানীয় তরুণ -আমিনুল শুভ,মহানগর ছাত্রলীগের গণশিক্ষা সম্পাদক-সুজিত দাস, এছারাও সার্বিক সহযোগিতায় ছিলেন মহানগর ছাত্রলীগের কর্মী সুজন দাস ও আরিয়ার আহমেদ অয়নসহ আরো অনেকে।