আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের ভিকির তাফালিং

সংবাদচর্চা রিপোর্ট

একটি শিল্প প্রতিষ্ঠানের সিকিউরটি গার্ডকে তুলে নেয়ার অভিযোগে মিনহাজউদ্দিন ভিকিকে আটক করলেও পরে সমঝোতার মাধ্যমে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে তার বাবা ফয়েজউদ্দিন লাভলু। এর আগে এ বিষয়ে অভিযোগের প্রস্তুতি নিচ্ছিলেন শোভন গ্রুপের মালিক ও বিকেএমইএ’র সাবেক সহ সভাপতি আবু মো. সিদ্দিক। তবে শেষতক ফতুল্লা মডেল থানায় উভয় পক্ষের মধ্যে রফাদফা হয়। এর আগে এসপি হারুনের সময়ে এক সিএনজি চালককে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলো ভিকি। এমপি পুত্র অয়ন ওসমানের নিকট আত্মীয় হওয়ার পর থেকে সে নানা অঘটনের জন্য আলোচিত হয়ে উঠেছে। অনেকে তাকে ভিকি ওসমান বলেও ডাকে। সচেতন মহলের মতে, ভিকির জন্য অনেক বদনাম ঘাড়ে নিতে হচ্ছে ওসমান পরিবারকে।
শিল্পপতি আবু মো. সিদ্দিক জানান, ৩টার দিকে তার মালিকানাধীন মাসদাইরের সুমন গার্মেন্টের একজন গার্ডকে ধরে নিয়ে যায় ফয়েজ উদ্দিন লাভলুর ছেলে ভিকি। খবর পয়ে তাৎক্ষনিক তিনি ভিকিদের বাড়ি মাসদাইর গুলশান ভিলায় ছুটে যান। ভিকির কাছে জানতে চান কেন তার গার্ডকে ধরে আনা হয়েছে। এ প্রশ্নের কোন জবাব না দিয়ে ভিকি উল্টো তার সাথে খারাপ আচরণ করে। এক পর্যায়ে ভিকি বলে, বন্দুকটা আন। এরপর বিষয়টি আবু সিদ্দিক পুলিশকে জানায়। পুলিশ এসে ভিকিদের বাড়ি থেকে ওই গার্ডকে উদ্ধার করে আর ভিকিকে আটক করে থানায় নিয়ে যায়। এ ফতুল্লা মডেল থানায় গিয়ে অভিযোগ করেন আবু সিদ্দিক।
এদিকে খবর পেয়ে থানায় ছুটে যান ভিকির বাবা ও নারায়ণগঞ্জ জেলা মানবাধিকার সংস্থার সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু।
থানায় যাওয়ার বিষয়টি স্বীকার করে ফয়েজ উদ্দিন লাভলু জানান, একটি মেয়ের সাথে সিদ্দিক সাহেবের গার্ডের সাথে সমস্যা হয়েছিলো। আমার ছেলে এতে বাধা দেয়। তিনি দাবি করেন, পরে পুলিশ এলে ওই মেয়েকে সহযোগীতা করতে আমার ছেলে ভিকি থানায় যায়। পরে আমি ও ছিদ্দিক সাহেব থানায় বসেই সমাধান করি।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে।
এর আগে ২০১৯ সালের ৩০ আগস্ট রাতে চাষাঢ়ায় কামাল হোসেন নামের এক সিএনজি চালকে মারধর করার অভিযোগে মামলার প্রেক্ষিতে পরের দিন ৩১ আগস্ট সন্ধ্যায় ভিকিকে গ্রেপ্তার করেছিলো ডিবি পুলিশ। তারও আগে পশ্চিম মাসদাইর এলাকায় জনৈক জুয়েলকে ধরতে পিস্তল উচিয়ে মহড়া দেয়ার ভিডিও চিত্র পাওয়া গিয়েছিলো। এছাড়া শহরের নিতাইগঞ্জ এলাকায় চটের বস্তা নিয়ে হুমকি, জামতলায় একটি বাড়ি দখলের অভিযোগ উঠেছিলো ভিকির বিরুদ্ধে।

সর্বশেষ সংবাদ