আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহরে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ শহরে অধিকমূল্যে পণ্য বিক্রি ও ওজন স্কেলে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার আইনে নগরীর ৭ প্রতিষ্ঠানকে ৯৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নগরীর কালিরবাজার এবং দিগুবাবুর বাজারে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অধিক মূল্যে শিশু খাদ্যপণ্য বিক্রির অপরাধে সুমনা ট্রেডার্সের সুমন ও সেন্টু ট্রেডার্সের সেন্টুকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিক মূল্য আদায়ের অপরাধে পেঁয়াজ ব্যবসায়ী দুলাল হোসেনকে ১০ হাজার, শাহাদাত হোসেনকে ১০ হাজার এবং রিপন মিয়াকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ওজন স্কেলে কারচুপি করার অপরাধে মুরগী ব্যবসায়ী মো. পলাশকে ৫ হাজার এবং মো. সিফাতকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেন, ‘প্রতিনিয়ত আমরা বিভিন্ন অভিযোগ পাচ্ছি এবং তারই প্রেক্ষিতে আমরা নিয়মিত আমাদের অভিযান অব্যাহত রেখেছি। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে শিশু খাদ্যপণ্য গুঁড়া দুধের বিষয়ে। সরেজমিনে এসেও আমরা এর সত্যতা পেয়েছি এবং সে অনুযায়ি ২ দোকানিকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে আমরা বাজারে অভিযান চালাই। সেখানেও অধিকমূল্য আদায়ে আমরা জরিমানা করি। এছাড়া আমরা সকলকে হুশিয়ারি বার্তা দিয়েছি এ অপরাধ দ্বিতীয়বার না করতে। অন্যথায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, আপনারা যারা ক্রেতা আছেন অতিরিক্ত সদাই কিনবেন না। দেশে প্রচুর খাদ্য মজুদ আছে। আপনারা অযথা  পণ্য কিনে চাহিদা বাড়িয়ে দিবেন না। আপনারা সবাই সরকারের নির্দেশনা মেনে চলুন। অযথা ঘর থেকে বের হবেন না, দয়া করে একটু সহনশীল হন।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী, প্রসিকিউশন অফিসার শাহজাহান, মো.আবুল বাশার, সদর মডেল থানার এস আই মো.সজীব সহ আরও অনেকে।