সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে জিতু খন্দকার নামে এক ইতালি প্রবাসী ও তার পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার তারাবো পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা জিতু খন্দকারকে হোম কোয়ারেন্টিন আদেশ না মানায় এবং তথ্য গোপন করায় সহকারী ভূমি কর্মকর্তা তরিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়াও পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি নোর্টিশ সাটিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সহকারী (ভূমি) কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, তথ্য গোপন রাখার দায়ে জিতু খন্দকারকে দ-বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) লোক এসে তার স্বাস্থ্য পরীক্ষা করবে।