আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাজার মনিটরিংয়ে ডিবি

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে মাঠে নেমেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকেলে নগরীর দিগুবাবুর বাজার মনিটরিং করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় যারা বেশি দামে পন্য বিক্রয় করেছে তাদের সকলকে সাধারণ ভাবে বুঝিয়ে বলা হয়েছে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে ভিন্ন কথা। মাত্র ২ দিনের ব্যবধানে কিছু অসাধু ব্যবসায়ীরা পন্য মজুদ করে বেশি দামে বিক্রয় করছে।

জানা যায়, করোনা ভাইরাসের প্রভাবে সকল বাজার বন্ধ হয়ে যাবে এমন গুজবে কয়েকদিন ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। আর এমন সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী সকল প্রকার পণ্যের দাম বৃদ্ধি করেছে। তাই পরিস্থিতি ও বাজার নিয়ন্ত্রন রাখতে শহরের বাজার গুলোতে মূল্য মনিটরিং করবে জেলা গোয়েন্দা পুলিশ।