আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রীর কন্যাকে ছুরিকাঘাত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ে কৃষ্ণা মজুমদারকে ছুরিকাঘাত করেছে দুবৃত্তরা। শুক্রবার বিকাল ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মন্ত্রীপাড়ায় নিজ বাসায় যাবার পথে তিনি এ ঘটনার শিকার হন।

কৃষ্ণা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক।

তিনি বলেন, তিনজন মুখোশধারী ব্যক্তির মধ্যে দু’জন তার দুই হাত চেপে ধরে আরেকজন ডান হাতে ছুরি চালিয়ে তার আঙ্গুল কাটার চেষ্টা করে ও কব্জিতে উপুর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। আমার ব্যক্তিগত গাড়ি চালক ছুটিতে থাকায় রিকশাযোগে বাড়ি ফিরছিলাম।
ডা. কৃষ্ণা বলেন, এই হামলা আমার কাছে সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত মনে হচ্ছে। কারণ তারা আমার হাত দু’টোই টার্গেট করেছিল। হামলাকারীদের হাতে গ্লাভস পরা ছিল।

সর্বশেষ সংবাদ