আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রেকর্ড পরিমাণ আম ফলনের সম্ভাবনা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বানিয়াদী, হাটাবো, মাছিমপুর, মঙ্গলখালী, মাঝিপাড়া, হিরনাল, কালনী, তিনওলব ও দাউদপুর সহ আশেপাশের এলাকায় এবার রেকর্ড পরিমাণ আম উৎপাদন হবে বলে কৃষকরা আশা করছেন।
আম গাছে প্রচুর পরিমাণ মকুল ও আমের গুঁটি আসায় কৃষকরা এখনই গাছের প্রতি বেশ যত্নশীল। আম ফলনে এবার অনুকূল পরিবেশ থাকবে বলে তারা মনে করছেন। উপজেলা কৃষি অফিস আম গাছের মালিকদের রোগ জীবাণু প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে।
উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আমের মকুল আসলেই গাছে স্প্রে করে ওষুধ প্রয়োগ করতে হয়।

বানিয়াদী ফরিদআলীরটেক গ্রামের আম গাছের মালিক সুমন মিয়া বলেন, অনুকূল পরিবেশ থাকায় এ বছর অন্য বছরের তুলনায় আমের ভালো ফলন হবে। তবে পানির অভাবে কোন কোন গাছে আমের সাইজ ছোট হতে পারে।

স্পন্সরেড আর্টিকেলঃ