আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সব ধরণের অনুষ্ঠান বন্ধ

করোনা ভাইরাস মোকাবেলায় ও প্রতিরোধে আগামী ১৪ দিন আড়াইহাজার উপজেলার কোথাও সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিয়েসহ যে কোনো ধরনের লোক সমাগমের মতো অনুষ্ঠান সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম।

শুক্রবার (২০ মার্চ) আড়াইহাজার পৌরসভা বাজার জামে মসজিদে জুমার নামাজের আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা জানান।

তিনি বলেন, উপজেলার সকল নাগরিকের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এ নির্দেশনা মেনে চলবেন। এ নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা রয়েছে। যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকি। কিছুক্ষণ পর পর সাবান ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত ধুয়ে নেই। বিদেশ থেকে যারা এরই মধ্যে দেশে ফিরেছেন তারা অব্যশই ১৪ দিন বিশ্রামে থাকবেন। লোকালয়ে আসবেন না। আপনার বাড়ির পাশে কেউ বিদেশ থেকে এসে থাকলে আমাদের অবহিত করুন। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।