আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুগ পেরিয়ে গেছে তোলারাম কলেজের ছাত্রছাত্রী সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: প্রায় অভিযোগ পাওয়া যায় অতিরিক্ত অর্থ আদায়ের। দীর্ঘদিন যাবত জরাজীর্ণ ছাত্রাবাস ও ল্যাব। নেই উন্নত পাঠাগার, নেই কেন্টিন। বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা নেই কলেজটিতে। তারপরেও শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের এসব সমস্যা সমাধানে তেমন কোন ভূমিকা রাখছে না সরকারি তোলারাম কলেজ ছাত্র সংসদ। কোন দিন দেখা যায়নি কর্তৃপক্ষের ওপর চাপও সৃষ্টি করতে।
করা হয়নি বার্ষিকীসহ বিভিন্ন ধরনের প্রকাশনার ব্যবস্থাও। তারপরেও প্রায় ১ দশক সময় যাবত ছাত্র সংসদের দায়িত্বে আছে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন ‘ছাত্রলীগ’।
এই দীর্ঘ সময় তারা কেবল স্থানিয় রাজনীতি কেন্দ্রিক ভূমিকা রেখেছে। যদিও কলেজ শাখার সভাপতির দাবি ভালো ভাবেই চলছে ক্যাম্পাস।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, শুধু ছাত্রাবাস ও ল্যাব’রই জরাজীর্ণ অবস্থায় নয়, অনেক ক্লাস রুমেরও শোচনীয় অবস্থা। ক্লাসগুলোর ফ্যান (পাখা), লাইটসহ বিভিন্ন ইলেক্ট্রনিক পন্য নষ্ট। এছাড়া নিয়মমিত ক্লাসও হয় না বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালের ১৬ অক্টোবর তোলারাম কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়। যদিও ওই নির্বাচনে ছাত্রলীগ অংশগ্রহণ না করায় বেশ বির্তকের জন্ম নিয়েছিলো। তবে ওই সময়ে এককভাবে নির্বাচিত হন রাজীব-শাহ আলম পরিষদ। এরপর কলেজটিকে আর নির্বাচিত নেতৃত্ব আসেনি।
রাজনৈতিক বোদ্ধাদের মতে, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে জবাবদিহির রাজনীতির যে তাগিদ, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নেতৃত্বপ্রত্যাশীদের যোগাযোগ তৈরির যে সুযোগ এবং সাধারণ শিক্ষার্থীদের রাজনীতির বিষয়ে উৎসাহের যে প্রাণন্ত ধারা তৈরি হয়, সেটি কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, সামগ্রিকভাবে রাজনীতির জন্যই ইতিবাচক।
নির্বাচনের প্যানেলে বিভিন্ন ধরনের সম্পাদক পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রের কৃতিমানদের যুক্ত করার চেষ্টা ছাত্রসংগঠনগুলোর সারা বছরের কাজের অংশ হয়ে পড়ে। এতে করে শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগও তৈরি হয়। তাঁদের মধ্য থেকেই কেউ কেউ রাজনীতির অঙ্গনে প্রবেশ করেন।
ছাত্র সংসদ নির্বাচন ও বিভিন্ন কর্মকা- প্রসঙ্গে তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, ইতোমধ্যেই নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান শিক্ষা মন্ত্রনালয়ে একটি ছাত্রবাসের জন্য আবেদন করেছে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণের কাজও প্রক্রিয়া দিন রয়েছে। এছাড়া ল্যাবের জিনিস পত্র উন্নত মানের হলেও ভবন জরাজির্ণ হওয়ায় মনে হয় ল্যাব বেশি একটা ভালো না।