সংবাদচর্চা রিপোর্ট:
করোনা ভাইরাস প্রতিরোধে বিবৃতি দিয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী । গতকাল এক বিবৃতি রূপগঞ্জবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানিয়ে মেয়র বলেন, যাদের সর্দি, কাশি, জ্বর আছে তারা কেউ বাসা থেকে বের হবেন না। বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১৪দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এই ভাইরাস বেশিদিন থাকে না। বেশিরভাগেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়। কেউ আতঙ্ক ছড়াবেন না। আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার রাখতে হবে। বেশী করে পানি পান করতে হবে। অহেতুক ঘুরাঘুরি এবং জনসমাগম করা যাবে না।
হাছিনা গাজী আরো বলেন, করোনা ইস্যুতে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না। অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।