আজ শুক্রবার, ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানগর যুবদল নেতা গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও মহানগর যুবদলের সহ সভাপতি আকতার হোসেন খোকন শাহ গ্রেপ্তার হয়েছেন। সোমবার রাতে তার বাবুরাইল এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার সদর মডেল থানা পুলিশের একটি টিম।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল।
তার গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের দমিয়ে রাখার জন্যই মূলত এই গ্রেপ্তার । গত কয়েকদিন ধরেই বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আকতার হোসেন খোকন শাহ আমার কাছের লোক। তাই খোকন শাহকে অ্যারেস্ট করলে তো বাকীরাও সাবধান হয়ে যাবে। সেই লক্ষ্যে তাকে গ্রেফতার করে অন্যদেরকে ভয় দেখাতে চাচ্ছে। তবে আমাদের নেতাকর্মীদের কখনও দমিয়ে রাখা যাবে না। তিনি খোকন শাহ কে গ্রেপ্তারা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।