আজ শনিবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কারাগারে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা কারাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীম উদ্দিন। মঙ্গলবার মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা কারাগারের অভ্যন্তরে এ কর্নার আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়।

এসময় কারাগারে কারাবন্দিদের মাঝে ২৫০০ পিস মাস্ক বিতরণ করেন তিনি। কারাগারে কারাবন্দিদেরকে নিয়ে করোনা বিষয়ক আলোচনা সভায় অংশ নেন এবং বিভিন্ন বিষয়ে তার বক্তব্য প্রদান করেন। করোনা থেকে বাঁচতে করনীয় এবং সতর্কতা মূলক পরামর্শ কারারক্ষী ও কারাবন্দিদের অবগত করেন।

এসময় অন্যান্যদের ভেতর আরও উপস্থিত ছিলেন, জেল সুপার সুভাষ ঘোষ, ডেপুটি জেলার তানিয়া জামান, এক্স স্টুডেন্ট সভাপতি ফরিদ আহমেদ খাঁন, লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন রুনা লায়লা প্রমুখ।