নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দফতর খোলা থাকবে। ফলে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষকদের যথারীতি ক্যাম্পাসে উপস্থিত থাকতে হবে।
সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অমিত রায়ের স্বাক্ষরিত ছুটির নোটিশে এ বিষয়ে জানানো হয়।
নোটিশে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দফতর যথারীতি খোলা থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস থেকে ছাত্রছাত্রীদের নিরাপদে রাখতে এবং এর প্রাদুর্ভাব রোধে বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস শুরু হবে।