আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জনতার মুখোমুখি প্যানেল মেয়র মতি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নাররায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহন নিশ্চিত করতে এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চলমান সিটি গভার্নেন্স প্রকল্প (সিজিপি) এর আওতায় উন্মুক্ত আলোচনা সভায় নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে সাধারণ জনতার মুখোমুখি হয়েছেন প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি।

গতকাল শনিবার বিকেলে সুমিলপাড়ায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আধুনিক নগর গড়তে জনগনের চাহিদা অনুযায়ী মতামত গ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ণ করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের কর কর্মকর্তা মোঃ হান্নান মিয়া, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ণ কর্মকর্তা কেএম ফরিদুল মিরাজ, জাইকার প্রতিনিধি জাকির হোসেন।

সভায় সাধারণ ওয়ার্ডবাসীর বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্যানেল মতিউর রহমান। এসময় ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে আগত নাগরিকগণ তাদের বিভিন্ন দাবী উত্থাপন করেন। দাবী গুলোর মধ্যে ছিল ওয়ার্ডে খেলার মাঠ, কমিউনিটি ক্লিনিক এবং বর্জ্য অপসারণের ব্যবস্থা করা।

জনগণের এসব দাবগুলোর প্রতি সম্মতি প্রকাশ করে প্যানেল মেয়র মতিউর রহমান বলেন, আপনাদের এসব দাবী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় অবগত আছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন-সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক বাবু কালিপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন রেনু, আবুল কালাম আবু, হোসেন আলম মেম্বার, নাসিক ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজি মানিক মাষ্টার, মেঘনা ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ উদ্দিন, আব্দুল ওহাব মোল্লা, সোনামিয়া বণিক সমিতির সভাপতি সাইদুল হক, যুবলীগ নেতা মানিক সরকারসহ স্থানীয় আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ।