আজ বৃহস্পতিবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এম্বুলেন্সে গাঁজা পাচার

এম্বুলেন্সে করে গাজা পাচারের সময় বন্দরের মদনপুর এলাকা থেকে র‌্যাব-১০ এর অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এঘটনায়  চালক মোঃ সালাম মিয়া(৩৫)কে আটক করে বুধবার রাতে বন্দর থানায় সোর্পদ করছে র‌্যাব। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে। যার নং-২২। গতকাল ১২ মার্চ বন্দর পুলিশে ধৃতকে আদালতে প্রেরন করেছে।

                                  রূপগঞ্জে মাওলানার নারী কেলেঙ্কারি ফাঁস

জানাগেছে, কুমিল্লা থেকে আসা নাম্বারহীন এম্বুলেন্স ১১ মার্চ সন্ধ্যার দিকে বন্দরের মদনপুরে আসলে যাত্রাবাড়িস্থ র‌্যাব-১০ এর টিম গোপন সূত্রে এম্বুলেন্সটি আটক করে । ধৃত সালাম যাত্রাবাড়ি কোনাপাড়া ৫৬,ডিএনডি এলাকার ভাড়াটিয়া মোক্তার আকনের ছেলে।