বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা কর্তৃক বাস্তবায়িত প্রকল্পসমূহের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১২ মার্চ) সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে বলেন, সকলের প্রচেষ্টায় বস্ত্র ও পাট শিল্প এগিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে আরো সততা এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। পাটকে ভালোবাসা মানে বঙ্গবন্ধুকে ভালোবাসা। বঙ্গবন্ধু পাটের জন্য যুদ্ধ করেছে। মুজিববর্ষে আমাদের পাট সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে। যে সকল প্রকল্পের কাজ চলমান রয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পরিকল্পনা করে আমাদের এগিয়ে যেতে হবে। সারা বিশ্ব প্লাস্টিক বর্জন করছে এবং পাটের চাহিদা বাড়ছে । আমাদের সেই চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে। পাট শিল্প আর পিছিয়ে যাবে না।
এসময় বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়াসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।