আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই : হাছিনা গাজী

নবকুমার:

রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন ও করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সংস্থা ও শিল্প মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে পৌরসভার সভাকক্ষে মতবিনিময় সভা হয়।

তারাব পৌরবাসীর উদ্দেশ্যে হাছিনা গাজী বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি মোকাবেলায় সরকারের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এই ভাইরাস বেশিদিন থাকে না। বেশিরভাগেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়। কেউ আতংক ছড়াবেন না। আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার রাখতে হবে। বেশী করে পানি পান করতে হবে। অহেতুক ঘুরাঘুরি করা যাবে না।  বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১৫দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ এবং ভাষা পেয়েছি। উনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে করোনা সনাক্ত হওয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছেন। তারাব পৌরসভায় আমরা যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করবো।

এসময় তারাব পৌরসভার কাউন্সিলর আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম মফিজ, হোসাইন আহমেদ রাজীব, আমির হোসেন, রাসেল শিকদার, মো: হামিদুল্লা, আশরাফুল ইসলাম, আতিকুর রহমান, লায়ল পারভীন, আসমা বেগম, জোসনা বেগম, সচিব তাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও শিল্প মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।