আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাকান্দাইলের মেন্টাল ফারুক ইয়াবাসহ গ্রেফতার

রূপগঞ্জে ১৫পিস ইয়াবাসহ ফারুক মোল্লা ওরফে মেন্টাল ফারুক (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০মার্চ) দিবাগত রাত ২টা ৪৫মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভূলতা ফাঁড়ির এসআই নূর-ই-আলম সিদ্দিকী আসামি ফারুক মোল্লাকে গাউছিয়া কাঁচা বাজার ফল পট্টির সামনে থেকে  গ্রেফতার করে। আসামি ফারুক মোল্লা ওরফে মেন্টাল ফারুক গোলাকান্দাইল বিজয় নগর এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে।

এ ব্যাপারে ভূলতা ফাঁড়ির ইনচার্জ আজহার আলী বলেন, মাদক ব্যবসায়ী ফারুক মোল্লা ওরফে মেন্টাল ফারুক দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।