আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতার মর্মটা ছড়িয়ে দিতে হবে : পাপ্পা গাজী

নবকুমার:

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, স্বাধীনতা কি সেটা নতুন প্রজন্মকে জানাতে হবে। আমরা এখন স্বাধীন দেশের নাগরিক। আমরা স্বাধীনতার মর্মটা বুঝি না। যারা ১৯৭১ সালের আগের মানুষ তারা বোঝে স্বাধীনতার মর্মটা কি । আমাদের স্বাধীনতা একদিনে আসে নাই। আমাদের স্বাধীনার জন্য বঙ্গবন্ধু ২৪ বছর লড়াই সংগ্রাম করেছেন । বছরের পর বছর তিনি কারাবরণ করেছেন । বঙ্গবন্ধু আমাদের ভাষা এবং স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতা কি সেটা উপলব্ধি করতে হবে। স্বাধীনতার মর্মটা নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। এই দায়িত্বটা আমাদের সবার।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণকে অস্বীকার করা মানে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা। এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ববাসির একটি সম্পদ। পরাধীন জাতির মুক্তির একটি ঐতিহাসিক বার্তা। সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের জেগে ওঠার শক্তিময় বার্তা।

সোমবার ( ৯ মার্চ ) সকালে আতলাপুরে নূরুল হক উচ্চ বিদ্যালয়ের  ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী গোলাম মর্তুজা পাপ্পা এসব কথা বলেন।

ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশ্ন করতে ভয় পাবে না। প্রশ্ন করলে সবকিছু শেখা যায়। যত প্রশ্ন করবে তত শিখবে। যতক্ষণ প্রশ্নের উত্তর না পাবে ততক্ষণ শিক্ষকদের কাছে প্রশ্ন করতে থাকবে । এসময় তিনি নিজের অভিজ্ঞতার কথা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন ।

তিনি বলেন, আমরা পরের সংস্কৃতি চাই না। শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলোতে দেশের সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। কাজী নজরুল পল্লী কবি জসিম উদ্দিন রবি ঠাকুরকে নিয়ে আলোচনা করতে হবে।

গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আমরা প্রত্যেকেই নিজ এলাকার উন্নয়নে কাজ করব। রূপগঞ্জের কোনো কাজ বাদ থাকবে না।  বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

তিনি আরো বলেন, যারা ৭১ সালে পাকিস্তানের দালালি করেছে , মা-বোনের ইজ্জত নিয়েছে সেই বিএনপি জামায়াত স্বাধীনতা বিরোধী চক্র এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওরা এদেশের উন্নয়ন চায় না। তাদের বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে।

এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মো এমায়েত হোসেন, রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগ নেতা মো মতিউর রহমান আকন্দ, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মো হাসান আশকারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরজু মিয়া, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড তাইবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, তারাব পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ, সাধারণ সম্পাদক মনির, সাংগঠনিক সম্পাদক মো মাহাবুব ভুঁইয়া উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে গাজী গোলাম মর্তুজা পাপ্পা। প্রসঙ্গত নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বড় ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা।