আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শাশুড়িও নির্যাতিত হচ্ছে : ডিসি

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা হয়  ।

সভায় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, বেশিরভাগ পুত্রবধূ শ্বাশুড়ি দ্বারা নির্যাতিত হয়েছে। আবার শাশুড়িও নির্যাতিত হচ্ছে পুত্রবধূর হাতে । কারণ আমরা গরীব পুরুষ শাসিত সমাজ । ওইটা কিন্তু পুরুষ শাসিত সমাজের অংশ ছিলো। তাই আমাদের মাঝে শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে ।

জেলা প্রশাসক আরো বলেন, নারীদের অবশ্যই সম্মান করতে হবে । সমাজের সবক্ষেত্রে নারী আজ এগিয়ে রয়েছে। কোন জাতি বা ব্যক্তি যদি মনে করে নারীদেও ফেলে রেখে আমরা এগিয়ে যাবো তা অবশ্যই কোন মতেই সম্ভব নয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক কামিজা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ এএসপি (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ , সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ । এছাড়া আরোও উপস্থিত ছিলেন, জিপি এড. মেরিনা বেগম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য এড. নুর জাহান বেগম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কল্পনা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, যুগ্ম সম্পাদক আলেয়া বেগম, এনজিওস নেটওয়ার্কের চেয়ারম্যান আরিফ মিহির, নির্বাহী পরিচালক প্রদীপ কুমার দাশ, কল্যাণী সেবা সংস্থার নির্বাহী পরিচালক ডা. জিএম জব্বার চিশতি প্রমুখ।