সংবাদচর্চা রিপোর্ট:
বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেনকে (৩৫) ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়েন কবিরের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের আসামি ইসমাইল দিনাজপুর বিরামপুর এলাকার আবুল কালামের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, আসামীদের আদালতে উপস্থিত করে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ৩মার্চ র্যাব-২ এর অভিযানে মেঘনা ব্রীজ এলাকায় আষারিয়ারচর স্থানে একটি হাইস গাড়ি থেকে ১০হাজার ২৯০পিছ ইয়াবা সহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী