আজ শুক্রবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে আটক মাদক ব্যবসায়ী রিমান্ডে

সংবাদচর্চা রিপোর্ট:
আড়াইশ বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীকে ১দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়েন কবিরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন মো.সেলিম(৪৯), হাফিজুর রহমান(৩৫)।
এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, আসামীদের আদালতে উপস্থিত করে ৫দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, ৬মার্চ রাত আনুমানিক ১টায় সোনারগাঁ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেকপোস্টে ঢাকাগামী কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ২৫০বোতল ফেনসিডিল ও ২০হাজার ৯০০টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ অভিযানে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।