আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আইভীকে ইঙ্গিত দিয়ে যা বললেন শামীম ওসমান

বরাবরের মতো এবারও হকারদের পক্ষ নিয়েছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সম্প্রতি হকাররা পুনবাসনের আগে উচ্ছেদ বন্ধের দাবিতে শহরে সমাবেশ ও মিছিল করেছে। পুলিশ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন হকারদের ফুটপথে বসতে দেবে না। তারা হকারদের উচ্ছেদ করছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিসিক-শিল্পপার্ক-পঞ্চবটি সংযোগ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে শামীম ওসমান নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে ইঙ্গিত দিয়ে বলেছেন, যারা হকার উচ্ছেদ করতে চান তাদের কাছে আমার প্রশ্ন। গরিব অপসারণ দরকার নাকি নারায়ণগঞ্জের লিংরোড থেকে শুরু করে দুই পাশে যে ময়লা আবর্জনার স্তূপ সেটা অপসারণ করা উচিত। গরিব নিধন করবেন নাকি মশা নিধন করবেন? আমি পরিষ্কার ভাবে বলতে চাই যদি হকার উঠিয়ে দেওয়া হয় ৫-১০ হাজার লোক না খেয়ে থাকলো তাতে কি আসে যায়। তাতে কোনো আপত্তি নাই। তাতে কি ট্রাফিক যানজট বন্ধ হয়ে যাবে। যদি বন্ধ হয়ে যায় তাহলে উঠিয়ে দেন। আমার আপত্তি নাই, কিন্তু একটা বিকল্প ব্যবস্থা নেন।

তিনি আরো বলেন, শহরের অবস্থা খুব খারাপ। কিছু কিছু পত্রিকায় লেখে এরজন্য নাকি হকাররা দায়ি। একটা মানুষ যখন না খেয়ে থাকে, তার বাচ্চা যখন পরীক্ষার ফরম ফিলাপ করতে পারে না। তার যে কি কষ্ট, আমি সেটা ব্যক্তিগত ভাবে উপলব্ধি করি। নারায়ণগঞ্জে হকাররা মিছিল করছে বাচ্চাকাচ্চা নিয়ে। পুলিশরা গিয়ে সেখান থেকে উঠাচ্ছেন। হয়তো সিটি কর্পোরেশনের কথায় উঠাচ্ছেন। আমি কাউকে দায়ি করছি না। আমি হকারদের পক্ষ নিচ্ছি না। কিন্তু গুরুত্বপূর্ণ কোনটা? হকার উচ্ছেদ নাকি মানুষের পেটে ভাত দেওয়া গুরুত্বপূর্ণ।

এদিকে আজ এক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, ডান-বাম, উত্তর-দক্ষিনে তাকাবো না। সবসময় নিরপেক্ষ থেকে কাজ করবো।