আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের ভুট্টা ছিনতাইকারী গ্রেফতার

রূপগঞ্জ থেকে ভুট্টা বোঝাই ছিনতাই হওয়া ট্রাক বৃহস্পতিবার সিরাজগঞ্জের কড্ডা মিরপুর রোড রেলগেট এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন , বগুড়া জেলার শেরপুর থানার সদর হাসরা এলাকার বাদুল্লার ছেলে দুলাল মন্ডল, সিরাজগঞ্জ জেলার বাহুতি এলাকার মফজেল শেখের ছেলে আব্দুর রহিম এবং একই জেলার বাগডুমুর এলাকার মজিদ শেখের ছেলে আতিকুল ইসলাম।

মামলার এজাহার সুত্রে জানা গেছে গত ২৮ জানুয়ারি রূপসী সিটি মিল হতে ফিরোজ ট্রান্সপোর্টের মাধ্যমে (ঢাকা মেট্রো ট-১৮-৪০৯১) ট্রাক ভাড়া করে ৪০০ বস্তা ভুট্টা বোঝাই করে টাঙ্গাইল নূর পোল্ট্রির উদ্দেশে ছেড়ে যায়। যথাসময়ে ভুট্টা টাঙ্গাইল না পৌঁছালে নূর পোল্ট্রির ম্যানেজার ট্রান্সপোর্টের মালিক বাচ্চু মিয়াকে জানায়। পরে বাচ্চু মিয়া ট্রাক ড্রাইভার ও হেলপারের মোবাইলে ফোন করলে তাদের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ট্রান্সপোর্টের মালিক বিষয়টি গাড়ির মালিককে জানালে গাড়ির মালিক তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফোন কেটে দেয়। পরে গত ১৬ ফেব্রুয়ারি ফিরোজ ট্রান্সপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বাদী হয়ে ট্রাক ড্রাইভার রুবেল ওরফে সাঈদ ও গাড়ির মালিক আমিনুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।