আজ রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রিপারেটরী স্কুলে পিঠা মেলা

নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বসন্ত উৎসব ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বুধবার সকাল থেকে শুরু দিন ব্যাপী এই উৎসব মুখর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফারহানা হক সুমি।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে প্রত্যেকটি পিঠা স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে তিনি নিজেও আনন্দে মেতে উঠেন। কিছুক্ষণের জন্য তিনি হারিয়ে যান শৈশবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সানজিদা আক্তার ও প্রিপারেটরী স্কুলে প্রধান শিক্ষক আব্দুল বারী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকরো।